হরভজনের রেকর্ড ভাঙলেন মেহেদী

 

হরভজনের রেকর্ড ভাঙলেন মেহেদী



কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের আলোঝলমলে সন্ধ্যায় এক দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ইতিহাস গড়লেন বাংলাদেশের অফস্পিনার শেখ মেহেদী হাসান। ইনজুরিতে থাকা মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েই নিজেকে প্রমাণ করলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মেহেদী। তার চার ওভারের অসাধারণ স্পেলে ছিল এক ওভার মেডেনও। তার বিধ্বংসী বোলিংয়ের মুখে স্বাগতিক লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে।

মেহেদীর এই বোলিং ফিগার প্রেমাদাসা স্টেডিয়ামে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্স। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের হরভজন সিং, তিনি ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। মেহেদী সেই রেকর্ড ভেঙেছেন এক রান কম খরচ করে।

লঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন মেহেদী। শূন্য রানে ফেরান কুশল পেরেরাকে। এরপর তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বিদায় নেন দিনেশ চান্দিমাল। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও ওপেনার পাথুম নিশাঙ্কাকেও সাজঘরে পাঠিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং ভেঙে দেন মেহেদী।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ওপেনার তানজিদ হাসান তামিম ঝড়ো ব্যাটিংয়ে ৪৭ বলে করেন ৭৩ রান। এই ইনিংসে ছিল ৬টি বিশাল ছক্কা। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয় নিশ্চিত করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url