ইলিয়াসের দরজা সাদিক কাইয়ুমের জন্য চিরতরে বন্ধ
ইলিয়াসের দরজা সাদিক কাইয়ুমের জন্য চিরতরে বন্ধ
স্থানীয় সংবাদদাতা :
দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাংবাদিক ইলিয়াস স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, সাদিক কাইয়ুমের জন্য তাঁর দরজা চিরতরে বন্ধ।
সাংবাদিক ইলিয়াস বলেন,
“আমার জীবনে বিশ্বাস আর আস্থার জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার সুযোগ দিয়েও যদি কেউ সেই আস্থা ভঙ্গ করে, তবে সম্পর্কের আর কোনো অর্থ থাকে না। তাই আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি—সাদিক কাইয়ুমের জন্য আমার দরজা আর কখনও খোলা হবে না।”
এ নিয়ে সামাজিক মহলেও আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, সাংবাদিক ইলিয়াসের এই পদক্ষেপ একটি দৃঢ় অবস্থানকে তুলে ধরে যেখানে সততা ও আস্থার জায়গা কখনও আপসের নয়।
অন্যদিকে, সাদিক কাইয়ুম এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অনেকেই মনে করছেন, এ ঘটনা স্থানীয় সাংবাদিক সমাজে একটি বড় শিক্ষা হয়ে থাকবে।
শেষ কথা:
বিশ্বাস একবার ভেঙে গেলে, তা আর জোড়া লাগে না। ইলিয়াসের এই সিদ্ধান্ত সেই কথাটিই আরও একবার প্রমাণ করে দিল।
সম্পূর্ণ ভিডিওর দেখতে: এখানে ক্লিক করুন