মুনিয়ার বোনকে গ্রেফতারের দাবি ইলিয়াসের

 

মুনিয়ার বোনকে গ্রেফতারের দাবি ইলিয়াসের


 বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দিলীপ আগরওয়ালা ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদীকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। এছাড়া মুনিয়ার বড় বোনকেও গ্রেফতারের দাবি জানান তিনি।

শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দিলীপ আগরওয়ালা এবং আফ্রিদীকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে যাবে। এই দু’জনকে মুনিয়া হত্যার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।’

এছাড়া ওই ফেসবুক পোস্টে মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেন, ‘সেই সাথে মুনিয়ার বড় বোনকে সবার আগে গ্রেফতার করা প্রয়োজন। যিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন।’

এদিকে, মুনিয়ার বোনের চাঁদাবাজির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর ফলে বোনের মৃত্যুকে কেন্দ্র করে তার অপকর্মের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচিত হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url