ভারত কি প্রকৃত অর্থে বন্ধু-শূন্য? কেন প্রয়োজনের সময় ভারতের পাশে কেউ দাঁড়ায় না?

ভারত কি প্রকৃত অর্থে বন্ধু-শূন্য? কেন প্রয়োজনের সময় ভারতের পাশে কেউ দাঁড়ায় না?


ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, অর্থনীতি ও প্রযুক্তিতে দ্রুত অগ্রসরমান, এবং ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তবুও বারবার দেখা যায়, কোনো আন্তর্জাতিক সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতকে প্রায় একা লড়তে হয়। প্রশ্ন হলো – কেন ভারত প্রকৃত বন্ধু-শূন্য মনে হয়?

সম্ভাব্য কারণগুলো হতে পারে:

  1. অতিরিক্ত আত্মনির্ভরশীলতা: ভারত ঐতিহাসিকভাবে "অল ইনডিপেনডেন্ট" বা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এতে মিত্র শক্তি গড়ে ওঠেনি।

  2. দ্বিমুখী কূটনীতি: একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা – এই দ্বৈত নীতি অনেক দেশকে দ্বিধায় ফেলে।

  3. প্রতিবেশী সমস্যার জট: পাকিস্তান, চীন, নেপাল বা শ্রীলঙ্কা – প্রায় সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের দ্বন্দ্ব কোনো না কোনোভাবে আছে।

  4. “বন্ধু” নয়, “সুবিধাভোগী” সম্পর্ক: অনেক দেশ ভারতের সঙ্গে ব্যবসা করে, অস্ত্র চুক্তি করে, কিন্তু সংকটকালে তারা ভারতকে সমর্থন দেয় না।

  5. জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি: ভারত সবসময় “আমরা নিজেরা সামলাবো” মনোভাব দেখায়, ফলে প্রকৃত মিত্রতার জায়গা তৈরি হয় না।

👉 তাই বলা যায়, ভারত হয়তো কৌশলগতভাবে শক্তিশালী, কিন্তু কূটনৈতিক দিক থেকে এখনো বিশ্বস্ত মিত্র তৈরি করতে ব্যর্থ।এখানেই মূল আলোচনার জায়গা – ভারতের কি নীতি পরিবর্তন করা উচিত? নাকি এই একাকীত্বই ভারতের শক্তি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url